চীনের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

চীনের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ছয় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ আগস্ট) কমিটি এ অনুমোদন দেয়। কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দরকার ২৭ কোটি ৬৪ লাখ ডোজ টিকা। হাতে আছে ৩ কোটি ৫৫ লাখ ডোজ। বাকি ডোজ টিকা পর্যায়ক্রমে কিনবে সরকার।’

কত দামে কেনা হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দাম বলা যাবে না। তবে আগের চেয়ে বাড়েনি।

এর আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আবার আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব।’

পরে ওই দিনই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে আগামী অক্টোবর ও নভেম্বরে চার কোটি ডোজ আসবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি