বুধবার থেকে দেশের সব শিল্প-কারখানা চালু

বুধবার থেকে দেশের সব শিল্প-কারখানা চালু
দেশের সব ধরনের শিল্প-কারখানা বুধবার (১১ আগস্ট) থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে রফতানিমুখী সকল শিল্প কারখানা চালু রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, বর্তমানে রফতানীমুখী কারখানা খোলা রয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সবধরনের কারখানা চালু থাকবে। এটা দেশের অর্থনীতির জন্য খুবই দরকার ছিল।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ বুধবার থেকে শিথিল হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট বুধবার থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

রোববারের নতুন প্রজ্ঞাপনে বিধিনিষেধ পুরোপুরি উঠিয়ে দেওয়ার কথা বলা হয়নি। ‘শিথিল’ শব্দটিও সেখানে লেখা হয়নি। সেখানে ‘নতুন শর্তে’র কথা বলা হয়েছে। তবে যা বলা হয়েছে তার অর্থ দাঁড়ায় কিছু বিষয়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা মোতাবেক বিধিনিষেধ শিথিল থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি