ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্টের এক কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার বিকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান।

তবে আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন জানিয়ে এম শামসুর রহমান বলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি গত ২৬ মার্চ শেষ অফিস করেছেন। ওই রাতে তিনি মোবাইলফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষা করে উনি ‘কোভিড ১৯’ এ আক্রান্ত বলে শনাক্ত হন।

টেলিভিশনটির ওই কর্মকর্তা আরও জানান, ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়