কেবল টিভি বেঙ্গল ডিজিটালের বিল বিকাশে

কেবল টিভি বেঙ্গল ডিজিটালের বিল বিকাশে
এখন থেকে দেশের জনপ্রিয় কেবল টিভি অপারেটর ‘বেঙ্গল ডিজিটাল’ এর এক লাখেরও বেশি গ্রাহক ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। কোনো চার্জ ছাড়াই বিকাশ অ্যাপ থেকে বিল পরিশোধের এই সুবিধা পাবেন গ্রাহক।

সোমবার (২ আগস্ট) বিকাশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিকাশ অ্যাপ দিয়ে বিল দিতে হোমপেজের ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘টিভি’ অপশন থেকে ‘বেঙ্গল ডিজিটাল’ নির্বাচন করতে হবে। এরপর বিল পিরিয়ড, ব্যবহারকারীর আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করে সবশেষে বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে সঙ্গে সঙ্গেই কনফারমেশন এসএমএস পাবেন গ্রাহকরা। তারা চাইলে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্ট অর্থাৎ টাকা জমাদানের রশিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন যা অ্যাপের ‘মাই বিকাশ’ অথবা ‘পে বিল’ এর ‘সেভড বিল’ অপশনে পাওয়া যাবে।

উল্লেখ্য, একবার বিল এর তথ্য সেভ করে রাখলে পরে অল্প কয়েক ধাপেই সরাসরি বিল পরিশোধ করতে পারবেন গ্রাহক।

বিকাশ গ্রাহকরা বর্তমানে আকাশ ডিটিএইচ, বাম্বলবি, যশোর সিটি ক্যাবল, নেশন ইলেক্ট্রনিক্স অ্যান্ড ক্যাবল নেটওয়ার্ক এর বিল ঘরে বসে দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। নতুনভাবে যুক্ত হওয়া ‘বেঙ্গল ডিজিটাল’ এর বিল পেমেন্ট সেবা গ্রাহকদের টিভি বিল পরিশোধকে আরও সহজ করল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন