চলাচলের সময় বাড়লো

চলাচলের সময় বাড়লো
লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত দেশে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

রোববার (১ আগস্ট) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। অনেক মানুষ রাজধানীতে আসছেন। যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বত্র লঞ্চ চলাচল করবে।

এর আগে লকডাউনের মধ্যে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এসব কারখানায় সব শ্রমিক যোগ দিতে পারেনি। শিল্প কারখানায় ফেরার সুবিধার্থে ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।

এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছিল, কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু