বিইএফের সভাপতি আরদাশীর কবির, সহসভাপতি সুস্মিতা আনিস

বিইএফের সভাপতি আরদাশীর কবির, সহসভাপতি সুস্মিতা আনিস
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরদাশীর কবির ও সুস্মিতা আনিস। ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।

বুধবার (২৮ জুলাই) বিইএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরদাশীর কবির সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানি লিমিটেডের একজন পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। তিনি দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক এবং লাবনী করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আরদাশীর কবির এর আগে ২০১৭-১৯ মেয়াদে বিইএফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি এডভাগ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন। এছাড়া তিনি এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিকস লিমিটেড, ক্রিয়েটিভ কমিউনিকেশনসসহ বেশ কিছু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

সুস্মিতা আনিস এর আগে ২০১৯-২০ মেয়াদে বিইএফের কমিটি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি