হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (২৮) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান। চিকিৎসক ও স্থানীয়রা বলছেন, তার করোনা আক্রান্ত হওয়ার কোনও উপসর্গ ছিল না।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নিহতের স্বজনরা জানান, তিনি গত ১৮ মার্চ ওমান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশে আসেন। দেশে আসার পর থেকে তিনি স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ তার হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সকালে তার তীব্র পেটে ব্যাথা শুরু হলে গ্রামের ডাক্তার আরজু মিয়া তাকে দুটি ইনজেকশন দেওয়ার পর তিনি মারা যান।

মান্নারগাও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাব্বির আহমদ বলেন, ‘জয়নাল গেল দুই বছর যাবত ওমানে বসবাস করছিলেন। ১৮ মার্চ তিনি বাড়িতে আসেন। এসময় তার কোনও অসুস্থতা ছিল না। তবে পরিবারের লোকজন জানান তিনি পেটের পীড়ায় আক্রান্ত ছিলেন।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা