প্রথমবার অলিম্পিকে এসেই রেকর্ড, প্রথম সোনা চীনের ইয়াংয়ের

প্রথমবার অলিম্পিকে এসেই রেকর্ড, প্রথম সোনা চীনের ইয়াংয়ের
বয়স মোটে ২১। চীনা শুটার ইয়াং কিয়ান প্রথমবারের মতো অলিম্পিকে এসেই গড়লেন রেকর্ড। টোকিও অলিম্পিকের প্রথম সোনাটাও তাতে চলে গেছে তার দখলে।

শনিবার সকালে টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি অর্জন করেছেন ২৫১.৮ স্কোর। যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

একটু এদিক সেদিক হলেই রেকর্ডটা হয়ে যেতে পারত রাশান আনাস্তাসিয়া গালাশিনারও। ২৫১.১ স্কোর করে দ্বিতীয় হয়েছেন তিনি, জিতেছেন রৌপ্যপদক।
শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বিজয়ীর জন্য। সেখানে ৯.৮ স্কোর করে বাজিমাত করেন চীনা তরুণী ইয়াং।

অথচ প্রতিযোগিতার বাছাইপর্বে ইয়াং হয়েছিলেন চতুর্থ, আর রানারআপ হওয়া গালাশিনার অবস্থান ছিল অষ্টম। সেই দু’জনই মূল প্রতিযোগিতা শেষ করলেন পোডিয়ামে থেকে। এই ইভেন্টের ব্রোঞ্জপদক গেছে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেনের দখলে। তার পয়েন্ট ছিল ২৩০.৬।

আর বাছাইপর্বে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়ে মূল পর্বে আসা নরওয়েজিয়ান জেনেট হেগ প্রতিযোগিতা শেষ করেছেন চতুর্থ স্থান দখল করে। মূল পর্বে তার ঝুলিতে গেছে কেবল ২০৯.৩ পয়েন্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে