‘ঈদ উৎসব যেন স্বাস্থ্যবিধি পালনের কথা ভুলিয়ে না দেয়’

‘ঈদ উৎসব যেন স্বাস্থ্যবিধি পালনের কথা ভুলিয়ে না দেয়’
ঈদের উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২১ জুলাই) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে তাঁর সরকারি বাসভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে, উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।’

অদৃশ্য শত্রু করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদ্‌যাপনের এই সময়ে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদ্‌যাপন করি। সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ। তবুও জীবন এগিয়ে যায় জাগতিক নিয়মে।’

সেতুমন্ত্রী বলেন, ‘পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই। পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে।’

সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার এই মহামারিতে ঈদ উদ্‌যাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন। তবু জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা ও দুর্যোগের ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু