বান্দরবানে ২৯ মর্টারশেল উদ্ধার

বান্দরবানে ২৯ মর্টারশেল উদ্ধার
বান্দরবানে অভিযান চালিয়ে ২৯টি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে এসব মর্টারশেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে থানচি উপজেলার মেনরোয়াপাড়া এলাকায় মর্টারশেলগুলো ধ্বংস করা হয়।

সূত্র মতে, সোমবার (১৯ জুলাই) বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোনের গ্যালেঙ্গা ইউনিয়নের জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে থানচির বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে রাখা পরিত্যক্ত ২৯টি মর্টারশেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে উদ্ধারকৃত মর্টারশেলগুলো মঙ্গলবার দুপুরে থানচির মেনরোয়াপাড়া এলাকায় ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর বলিপাড়া জোনের কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ধারণা করা হচ্ছে কিছু সন্ত্রাসী বাহিনী অনেক দিন আগে উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে। এগুলো উদ্ধারের ফলে এই এলাকায় বসবাসরত জনগণসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা