ডিএসই বোর্ডের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ডিএসই বোর্ডের পদত্যাগের দাবিতে মানববন্ধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যার ত্রুটিজনিত কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মানববন্ধনে বিনিয়োগকারীরা শক্তিশালী সফটওয়্যার আনার দাবি জানানোর পাশাপাশি ডিএসই বোর্ডের পদত্যাগ চেয়েছেন।

রোববার (১৮ জুলাই) মতিঝিলে ডিএসইর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল। পরবর্তীতে সময় বাড়িয়ে আড়াইটার স্থলে লেনদেন সময়সীমা বিকাল সাড়ে তিনটা করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, কিছুদিন পরপরই ডিএসই’র সার্ভারে কারিগরি ত্রুটি দেখা যায়। এতে লেনদেনে অনেক সমস্যা তৈরি হয়। আসলে এটি কারিগরি ত্রুটি নাকি ডিএসইর ভেতরে কোন দুষ্টচক্র কাজ করছে, তা আমরা জানি না। তাই বর্তমান ডিএসই বোর্ডের সকলকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্বাবধানে যেন শক্তিশালী সার্ভার ব্যবহার করা হয় সে বিষয়েও বিনিয়োগকারীরা দাবি জানায়। এছাড়া আজকের সফটওয়্যার ত্রুটির ইস্যু দেখিয়ে লেনদেন বন্ধ রাখার জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে দোষীদের শান্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত