আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকার আরও ৬০ লাখ ডোজ আগামী আগস্টে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে ১ লাখ ফাইজারের টিকা এরই মধ্যে এসেছে। আগামী মাসে আরও ৬০ লাখ টিকা আসবে। আমরা চিঠি পেয়েছি।’

দেশের টিকার সংকট আস্তে আস্তে কেটে যাচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের টিকার সমস্যা আল্লার রহমতে কেটে গেছে, এরই মধ্যে দেশে ৪৫ লাখ টিকা এসেছে। আপনার শুনে আনন্দিত হবেন গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে চিঠি পেয়েছি। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আরও ৬০ লাখ টিকা পাওয়ার চিঠি এসেছে। আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে।’

চীনের কাছ থেকে বড় ধরনের টিকার চালান আসবে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘চীনের থেকে আরও লাখ টিকা আমরা পাব। আগস্টের মধ্যে সেরামের ১০ লাখ টিকা আমেরিকা পাওয়ার আশা রয়েছে। এর থেকে বেশিও আসতে পারে।

তিনি আরও জানান, এক থেকে দেড় মাসের মধ্যে পৌনে দুই থেকে দেড় কোটি টিকা বাংলাদেশের হাতে থাকবে। ছাড়াও আরও কিছু টিকা অগাস্ট মাসে আসার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু