দুই বছর পর মেলছে কান, বাঙালির চোখ মরিয়মে

দুই বছর পর মেলছে কান, বাঙালির চোখ মরিয়মে
করোনা মহামারি জৌলুস কেড়ে নিয়েছিল বিশ্ব চলচ্চিত্রের নন্দকানন কানের। তাই গত বছরে উৎসবের গালিচা মাড়াতে পারেনি রথি-মহারথিরা।

এবার সে আক্ষেপ মোচন হচ্ছে। আজ (৬ জুলাই) শুরু হচ্ছে চলচ্চিত্রের সবচেয়ে মর্দাদাপূর্ণ উৎসব কানের ৭৪তম আসর। আর বাঙালিদের জন্য সুবাস বয়ে আনছে আয়োজনটি। কারণ- থাকছে ‘রেহানা মরিয়ম নূর’।

এর মাধ্যমে প্রথমবারের মতো লাল-সবুজের পতাকা উড়বে কানের অফিশিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ।

উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনসহ টিমের ৭ জন।

জানা যায়, পালে দে ফেস্টিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে কান উৎসবের।

এবার লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হবে আয়োজন। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা। আর উৎসব শুরুর পরদিনই ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আনসার্টেন রিগার্ড’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগে জায়গা করে নেওয়া ‘রেহানা মরিয়ম নূর’ এর। বিভিন্ন দেশ থেকে আসা সাধারণ দর্শক, তারকা, গণমাধ্যমকর্মীরা বুধবার (৭ জুলাই) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে বাংলাদেশের এই সিনেমাটি দেখা যাবে। উৎসব আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে