‘নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল’

‘নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল’
করোনা প্রতিরোধে সরকারের চলমান লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, বিজয় সরণি মোড়ের যান চলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসির অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ৩৩৩ নম্বরে ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে।’ করোনাভাইরাস মোকাবিলায় এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু