জার্মানির বাসে হামলাকারীর ছুরিকাঘাতে আহত ৯

জার্মানির বাসে হামলাকারীর ছুরিকাঘাতে আহত ৯
জার্মানিতে একটি বাসে এক হামলাকারীর ছুরিকাঘাতে ৯ জন আহত হয়েছেন। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

লুয়িবেকের প্রধান প্রসিকিউটর উলা হিংস্ট জানান, যাত্রী বোঝাই বাসটি শুক্রবার লুয়িবেক নগরীর নিকটবর্তী জনপ্রিয় সমুদ্র সৈকত ত্রাভেমুয়েন্দি অভিমুখে যাওয়ার সময় এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আক্রমণ করে।

স্কলেসউয়িগ-হোলস্টিন রাজ্যের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-জোয়াচিম গ্রোত বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, ওই বাসে হামলায় নয়জন আহত হয়। এ সময় বাসের চালককেও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও বলেন, এতে সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।

তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

এ সময় যাত্রীদের পালানোর সুযোগ করে দিতে বাস চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দেয়।

খবরে বলা হয়, এ ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারীকে গ্রেফতার করে।

প্রসিকিউটর হিংস্ট বহুল প্রচারিত দৈনিক বিআইএলডি’কে বলেন, সন্দেহভাজন এ হামলাকারী ইরান বশোদ্ভূত জার্মান নাগরিক। তার বয়স ৩৪ বছর।

তিনি বলেন, এ হামলার সঙ্গে উগ্রবাদের কোন ধরনের যোগসূত্রের ইঙ্গিত আমরা পাইনি।

তিনি আরও জানান, হামলাকারী এ ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কোন কথা বলেনি।

শনিবার (২১ জুলাই) তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা