জিমেইল ও গুগল চ্যাটে কাস্টম স্ট্যাটাস সুবিধা আনছে গুগল

জিমেইল ও গুগল চ্যাটে কাস্টম স্ট্যাটাস সুবিধা আনছে গুগল
জিমেইল ও গুগল চ্যাট ব্যবহারকারীদের জন্য কাস্টম স্ট্যাটাস সুবিধা আনতে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। এ আপডেটেড ফিচারের আগে ব্যবহারকারীরা অ্যাকটিভ, ডু নট ডিস্টার্ব ও অ্যাওয়ে—এ তিনটি মুড নির্বাচন করতে পারতেন। কিন্তু এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী স্ট্যাটাস প্রদান করতে পারবেন। খবর গ্যাজেটস ৩৬০ ডিগ্রি।

চলতি মাসে রুম থেকে স্পেসেসে নাম পরিবর্তনের আপডেটের সঙ্গে জিমেইল ও গুগল চ্যাটের জন্য এ আপডেট দিয়েছে গুগল। এছাড়া নতুন আপডেটে ইনলাইন থ্রেডিং, প্রেজেন্স ইন্ডিকেটরস, এক্সপ্রেসিভ রিঅ্যাকশনস এবং কলাপসিবল ভিউ মোডও যুক্ত করা হয়েছে।

বিশ্বের সব ব্যবহারকারীর জন্য জিমেইল ও গুগল চ্যাটে কাস্টম স্ট্যাটাস প্রদানের এ ফিচার ধীরে ধীরে ছাড়া হচ্ছে। জিমেইলে স্ট্যাটাস বসানোর জন্য ওয়েব ভার্সনে একবারে ডানদিকে উপরে উপবৃত্তাকার বাটন চাপ দিতে হবে। আগের তিনটির সঙ্গে এখন সেখানে অ্যাড এ স্ট্যাটাস অপশনও যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্ট্যাটাস লিখতে পারবেন।

অ্যাড এ স্ট্যাটাস বাটনে ক্লিক করার পর একটি পপ আপ আসবে যেখানে বি রাইট ব্যাক, কমিউটিং, অফ সিক এবং অন হলিডেজ—এ চারটি অপশন আসবে। প্রতিটি অপশনের সঙ্গে নিজস্ব ইমোজিও রয়েছে। নির্ধারিত সময়ের জন্য কাস্টম স্ট্যাটাস ঠিক করা যাবে। যেমন ৩০ মিনিটের জন্য, ১ ঘণ্টার জন্য, আজকের জন্য কিংবা পুরো সপ্তাহের জন্য।

তবে এ ফিচার ব্যবহার করার জন্য ইন্টিগ্রেটেড জিমেইল এক্সপেরিয়েন্স অপশন চালু করতে হবে। সেই সঙ্গে আইওএস ও অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা এখন এ ফিচার ব্যবহার করতে পারবেন না। শুধু ওয়েব ভার্সনেই এটি ব্যবহার করা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়