বিসিবির এজিএম স্থগিত

বিসিবির এজিএম স্থগিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ছিল ৭ জুলাই। তবে দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের কারণে তা স্থগিত করা হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে সাধারণ সভার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, তা এজিএম আয়োজনের জন্য উপযুক্ত নয়। অধিকাংশ কাউন্সিলরকে ঢাকার বাইরে থেকে আসতে হবে। যা বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব নয়। তাই এটি স্থগিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৭ জুলাইয়ের জন্য সব রকম প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টায় রেডিসন হোটেলে শুরু হওয়ার কথা ছিল এজিএম। কিন্তু দেশের করোনা পরিস্থিতি ভালো নয়, যা ঢাকার বাইরে থেকে আগত কাউন্সিলরদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আপাতত এটি স্থগিত করা হয়েছে।’

পরিস্থিতির উন্নতি হলে এজিএমের নতুন তারিখ ঘোষণা হবে জানিয়ে জালাল ইউনূস বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে