ইন্দোনেশিয়ায় ৪০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইন্দোনেশিয়ায় ৪০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ইন্দোনেশিয়াকে মডার্নার ৪০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে একথা জানিয়েছেন বলে শনিবার (৩ জুলাই) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর অন্যতম ইন্দোনেশিয়া। সাম্প্রতিক সময়ে ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে শনিবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে জরুরি লকডাউন। এই পরিস্থিতিতে দেশটিকে করোনা টিকা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সঙ্গে টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সেখানে তিনি ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বৈশ্বিক টিকা সরবরাহ ব্যবস্থা ‘কোভ্যাক্স’ প্রকল্পের আওতায় দেশটিকে ৪০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। ‘যত শিগগির সম্ভব’ এই টিকা দেশটিতে পাঠানো হবে।

টেলিফোন আলাপে সুলিভান বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কার্যত লড়াই করছে ইন্দোনেশিয়ার মানুষ এবং তাদের সহায়তার জন্যই এসব টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও কিভাবে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়াতে পারে, সেটা নিয়েও সেসময় আলোচনা করেন তারা।

জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। এছাড়া করোনা মহামারিতে এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যেও দেশটি অন্যতম। গত ১২ দিনের মধ্যে ৮ দিনই দেশটিতে নতুন সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে। গত শুক্রবার ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৫৩৯ জন।

অন্যদিকে গত বছর করোনা মহামারির শুরু থেকে দেশটিতে প্রায় ২২ লাখ ২৯ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৫৩৪ জন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া