চলতি বাজেটে ভ্রমণ ব্যয় কমানোর সিদ্ধান্ত

চলতি বাজেটে ভ্রমণ ব্যয় কমানোর সিদ্ধান্ত
করোনাভাইরাস মোকাবেলায় অযৌক্তিক ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন বাজেটের আওতায় ভ্রমণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছে।

এতে বলা হয়েছে, বৈশ্বয়িক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ২০২১-২০২২ অর্থবছরে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘৩২৪৪১০১-ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে- শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে। সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকেব। সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতে হবে। এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

একইসঙ্গে নতুন গাড়ি ক্রয় বা প্রতিস্থাপন গাড়ি কেনার ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশের বেশি ব্যয় করা যাবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ