বাংলাদেশসহ ৪ দেশের ফ্লাইট স্থগিত করলো ইতিহাদ এয়ারওয়েজ

বাংলাদেশসহ ৪ দেশের ফ্লাইট স্থগিত করলো ইতিহাদ এয়ারওয়েজ
বাংলাদেশসহ চার দেশ থেকে ২১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারওয়েজ। অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, ও শ্রীলঙ্কা।

দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি ভিত্তিক এই সংস্থাটি।

সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুন) ইতিহাদ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতের যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করার বিষয়টি আগামী ২১ শে জুলাই, ২০২১ বাড়ানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের করোনা নিয়ন্ত্রণের সর্বশেষ নির্দেশনার পর স্থগিতাদেশ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারী প্রতিনিধি এবং গোল্ডেন ভিসা ধারীরা এ প্রবেশ নিষেধাজ্ঞার আওতামুক্ত। তবে উড্ডয়নের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার নাগরিক এবং বিদেশি ফ্লাইট ১২ই মে রাত ১১টা ৫৯ মিনিটে প্রথম স্থগিত ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। তবে কার্গো বিমান চলাচলে কোনো বিধিনিষেধ নেই।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন