ব্যাপক উত্থানে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

ব্যাপক উত্থানে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার
ব্যাপক উত্থান হয়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। গতকাল বৃহস্পতিবার এই পুঁজিবাজারের অন্যতম সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়ে নতুন উচ্চতায় উঠেছে। মূলত এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটররা একমত হওয়ার খবরেই চাঙা হয়েছে শেয়ারবাজার।

এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে, শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে নতুন রেকর্ড করেছে। ডাও জোন্স সূচক বেড়েছে ৩২২ পয়েন্ট বা ১ শতাংশ। প্রযুক্তি কোম্পানিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে মার্কিন ব্যাংকগুলোর শেয়ার, স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক কোম্পানি নাইকি ও টেসলার শেয়ারের দর।

এ সপ্তাহে পুরো সময়ই বেশ ইতিবাচক অবস্থায় আছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মূল্যস্ফীতি নিয়ে মার্কিন অর্থনীতিতে উদ্বেগ হলেও বিনিয়োগকারীদের মধ্যে তার প্রতিফলন দেখা যায়নি। সেই সঙ্গে দেখা গেছে এ সপ্তাহে বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা কিছুটা কমেছে। এ সপ্তাহে ৪ লাখ ১১ হাজার মানুষ বেকার ভাতার আবেদন করেছেন, যা আগের সপ্তাহে ছিল ৪ লাখ ১৮ হাজার।

আজও শেয়ারবাজার ইতিবাচক থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডাও জোন্স ১৩৭ পয়েন্ট পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্য সূচকগুলোও ১০০ পয়েন্টের বেশি বাড়তে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া