আরেক মৃত্যুপুরী ইরান, ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু

আরেক মৃত্যুপুরী ইরান, ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু
ইরানে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, ইরানে করোনা একদিনে ১৩৯ জনের প্রাণ কেড়ে নেয়ায় দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১৭। এছাড়া নতুন আক্রান্তদের নিয়ে ইরানে এখন করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজার ৪০৯ জনে পৌঁছেছে।

তবে আক্রান্তদের মধ্যে আরও তিন হাজার ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। ইরানি এই কর্মকর্তা বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও ৫৪৬ জন। ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৭৯ জন।

ইরানে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে ব্যাপক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দেশটির প্রত্যেকটি প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে করোনার চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না ইরান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া