কিউবার করোনার টিকা ৯২ শতাংশ কার্যকর

কিউবার করোনার টিকা ৯২ শতাংশ কার্যকর
কিউবার উদ্ভাবিত করোনাভাইরাসের তিন ডোজের টিকা ‘আবদালা’ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এই টিকা ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর।

দেশটির সরকারি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

কয়েকদিন আগে কিউবা জানিয়েছিল, ফিনলে ইনস্টিটিউটের তৈরি সবেরানা-২ টিকাটি দুই ডোজ করোনার বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকর। রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানির তৈরি এই টিকাটিও তিন ডোজের।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল টুইট লিখেছেন, ‘মহামারিতে আক্রান্ত ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা সব বাধা অতিক্রম করে আমাদের দুটি কার্যকর করোনা টিকা দিয়েছেন।’

আবদালা’র উদ্ভাবক সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও সবেরানা-২ টিকার উদ্ভাবক প্রতিষ্ঠান ফিনলে ইনস্টিটিউটের নিয়ন্ত্রক সংস্থা রাষ্ট্রায়ত্ত বায়োফার্মাসিউটিক্যাল করপোরেশন বা বায়োকিউবাফার্মার ঘোষণাটি দিয়েছে।

শিগগিরই দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেবে জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে শীর্ষ টিকা রফতানিকারক দেশ কিউবা মোট পাঁচটি কোভিড টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে।

তবে বিশ্লেষকেরা বলছেন, টিকা কার্যকর প্রমাণিত হলেও কিউবা এ থেকে খুব বেশি আয় করতে পারবে না। আধুনিক ওষুধ প্রস্তুত করার ঝুঁকি বেশি ও এতে অনেক মূলধন বিনিয়োগ করতে হয়। কিউবার সীমাবদ্ধ অর্থনীতি এ ক্ষেত্রে পেরে উঠবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া