অ্যাপল ও গুগলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তদন্ত করবে যুক্তরাজ্য

অ্যাপল ও গুগলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তদন্ত করবে যুক্তরাজ্য
কমপিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির প্রধান নির্বাহী আন্দ্রিয়া কসসেলি বলেন, ‘অ্যাপল এবং গুগল উভয় প্ল্যাটফর্মই অ্যাপ ডাউনলোড কিংবা ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনলাইন শপিং, গেমস অথবা ডিজিটাল টিভি দেখা- যেকোনো ব্যাপারেই তারা নিজেদের সিদ্ধান্ত ব্যবহারকারীর ওপর চাপিয়ে দেয়। আমরা তদন্ত করে দেখতে চাই বিষয়টি ব্যবহারকারীদের জন্য সমস্যা তৈরি করছে কি না।’

এর প্রতিক্রিয়ায় গুগলের এক মুখপাত্র বলেন, ‘কমপিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটিকে নতুন নীতিমালা প্রয়োগ করার আগে আমাদের সম্পর্কে জানার জন্য এই তদন্তে আমরা স্বাগত জানাচ্ছি।’

বিবিসি জানায়, অ্যাপস্টোরকে কেন্দ্র করে অ্যাপল ইতোমধ্যেই কমপিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির তদন্তাধীন রয়েছে। একইভাবে গুগলও তাদের প্রস্তাবিত প্রাইভেসি সিস্টেমকে কেন্দ্র করে তাদের তদন্তের আওতায় পড়েছে। সিএমএ মনে করছে, এর মাধ্যমে যুক্তরাজ্যে সংবাদকর্মীদের ওপর প্রভাব পড়তে পারে।

কর্মকর্তারা বলছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই এই তদন্ত শেষ হয়ে যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়