ইউটিউবে যে বিজ্ঞাপন আর দেওয়া যাবে না

ইউটিউবে যে বিজ্ঞাপন আর দেওয়া যাবে না
অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে এখন থেকে কোনো রাজনৈতিক বা নির্বাচনী বিজ্ঞাপন দেখানো হবে না। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এর আগে ইউটিউবে অ্যালকোহল ও জুয়া খেলার বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। প্ল্যাটফর্মটিতে অ্যাক্সেস নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা এসব বিজ্ঞাপন দেখতে পেতেন। তাদের অভিযোগের প্রেক্ষিতেই রাজনৈতিক বা নির্বাচনী বিজ্ঞাপনসহ সব ধরনের অবৈধ বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হয়েছে।

ইউটিউব বলছে, রাজনৈতিক বিজ্ঞাপন দেখালে বিতর্ক তৈরি হয় এবং নানামুখী সমালোচনার ফলে প্ল্যাটফর্মটি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত বছরের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ফলে বিতর্ক ওঠে। সেই সময় থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর দাবি উঠতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতার পর থেকে সেই দাবি জোরদার হতে থাকে। এরপর টুইটার, ফেসবুকসহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ইউটিউবও মাদক, জুয়ার পাশাপাশি রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

এক ব্লগপোস্টে ইউটিউব বলেছে, ‘এখন থেকে প্ল্যাটফর্মটিতে অ্যালকোহল, জুয়ার সঙ্গে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো হবে না। বিতর্ক এড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে নীতিমালা তৈরির কাজ করে আসছে গুগল। এই সময়ে তারা ব্যবহারকারী কী করতে পারবেন আর কী করতে পারবেন না- সেটি ঠিক করে আসছে। চলমান করোনা পরিস্থিতিতে তারা হেটস্পিচ, অসত্য তথ্য, রাজনৈতিক উসকানিমূলক ও ষড়যন্ত্রমূলক সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়