সৌদিতে বাংলাদেশিদের কোয়ারেন্টাইন বাতিল চান পররাষ্ট্রমন্ত্রী

দেশে কোয়ারেন্টাইন সম্পন্ন করে সৌদি যাওয়া প্রবাসী বাংলাদেশিদের সৌদিতে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১২ জুন) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময় এ অনুরোধ করেন তিনি।

মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, এতে বাংলাদেশিকর্মীদের খরচ সাশ্রয় হবে। বিষয়টি বিবেচনার করা হবে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন। এছাড়া করোনার মধ্যেও বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান মোমেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের করবেন বলে জানান।

এ সময় ফয়সাল জানান, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু