আফ্রিকায় আর যুদ্ধ না করার ঘোষণা দিয়েছে ফ্রান্স

আফ্রিকায় আর যুদ্ধ না করার ঘোষণা দিয়েছে ফ্রান্স
পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি এই অঞ্চল থেকে সৈন্য কমানোর ইঙ্গিত দিয়েছিলেন।

কট্টরপন্থী ইসলামপন্থিদের কারণে আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। সাহেল অংশের মধ্যে রয়েছে সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, মধ্য ও দক্ষিণ সুদান, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া।

আফ্রিকার সাহেল অঞ্চলে বর্তমানে ফ্রান্সের ৫১শ সেনা রয়েছে। ফ্রান্সের এসব সেনারা সাহারা মরুভূমি বেষ্টিত বারকিনো ফাসো, চাদ মৌরতানিয়া এবং নাইজারে রয়েছে। অপারেশনে ফ্রান্সকে পাঁচটি দেশ সহায়তা করছে। এই দেশগুলিকে সম্মিলিতভাবে ‘জি ফাইভ সাহেল’ হিসেবে উল্লেখ করা হয়।

সেনা প্রত্যাহার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের সন্ত্রাসবিরোধী ইউনিট পশ্চিম আফ্রিকায় অভিযান শেষ করবে। সেখানে সৈন্য প্রত্যাহার করে বৃহত্তর আন্তর্জাতিক মিশনে যুক্ত করা হবে। আফ্রিকার এই অঞ্চল হতে সুসংগঠিতভাবে সৈন্য প্রত্যাহার করা হবে। এ বিষয়ে বিস্তারিত চলতি মাসের শেষে চূড়ান্ত করা হবে।

ম্যাক্রোঁ বলেন, আমরা আমাদের আফ্রিকান এবং ইউরোপীয়ান অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবো। ইসলামি জঙ্গিদের সঙ্গে যারা আপস করে ফ্রান্স তাদের সঙ্গে কাজ করবে না।

বিগত কয়েক বছর ধরে পশ্চিম আফ্রিকায় নিরাপত্তা অভিযানে ফ্রান্স পশ্চিমা বিশ্বের সমর্থন চেয়েছে, কিন্তু পায়নি। আফ্রিকার এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে নিজ দেশে থেকেও ম্যাক্রোঁর ওপর চাপ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া