খুলনা করোনা হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৩০০

খুলনা করোনা হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৩০০
গত ২৪ ঘণ্টায় খুলনার ১০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০০ জন মারা গেলেন।

শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৪৩ জন ভর্তি রয়েছেন। আরও ৫৮ জন নতুন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৩৭ জন ছাড়পত্র নিয়েছেন।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীদের মধ্যে বাগেরহাট, মোংলা, মোড়েলগঞ্জের কচু বুনিয়া ও সাতক্ষীরার কালীগঞ্জ এলাকার বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্ত হওয়াদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাটের ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, ১০ জুন এ ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ১৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যা ৩৯ শতাংশ। এটি এ ল্যাবের সর্বোচ্চ হার বলে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা