আফগানিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১

আফগানিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১
আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ ১১জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদগিসে এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তাদের দাবি, এই বিস্ফোরণের পিছনে তালিবানদের হাত রয়েছে। যদিও তালিবান বা অন্য কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

এ প্রসঙ্গে বাদগিসের উত্তরাঞ্চল এলাকার গভর্নর হুসামুদিম শামস জানিয়েছেন, শনিবার কালা-ই-নাও'তে ভ্রমণের সময় বিস্ফোরণে তিন শিশুসহ ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তবে এই ঘটনায় তালিবানকেই অভিযুক্ত করেন গভর্নর হুসামুদিম শামস।

অপর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পরেই বাসটি একটি উপত্যকায় পড়ে যায়। তিনিও ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সম্প্রতি বিগত কয়েকমাস থেকেই আফগানিস্তানে সমাজকর্মী, সাংবাদিক, নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকারি আধিকারিকদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। রাস্তার পাশে থাকা বোমা, গাড়ির নীচে থাকা বোমা বিস্ফোরণ করে এই হামলা চালানো হচ্ছে।

চলতি বছরের এপ্রিলেই জাতিসংঘ জানিয়েছে, ২০২১-এর প্রথম তিন মাসে সরকারি বাহিনী ও তালিবানদের মধ্যে চলা সংঘর্ষে প্রায় ১৮০০ সাধারণ মানুষের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া