তিন বছর বয়সী শিশুদেরও টিকা দেবে চীন

তিন বছর বয়সী শিশুদেরও টিকা দেবে চীন
তিন থেকে ১৭ বছর বয়সীদের ওপর জরুরি প্রয়োজনে করোনার টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে চীন। সেক্ষেত্রে নিজেদের কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাই প্রয়োগ করতে হবে।

শুক্রবার (৪ জুন) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে এ তথ্য জানান সিনোভ্যাকের চেয়ারম্যান ইন ওয়েডং।

চীনে বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা প্রদান করছে। গত ৩ জুন পর্যন্ত ৭২ কোটি ৩৫ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

সিনোভ্যাক প্রেসিডেন্ট ইন ওয়েডং বলেন, টিকা পাওয়ার ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবে। আর জরুরি প্রয়োজনে কম বয়সীদের এই টিকা দেওয়া যাবে।

ইন বলেন, কবে, কীভাবে সিনোভ্যাকের টিকা শিশুদের দেওয়া শুরু হবে, সে ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

শিশু-কিশোরদের ওপর চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, সিনোভ্যাক করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধক্ষমতা তৈরিতে সক্ষম। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেও চলে।

এদিকে ওষুধ প্রস্তুতকারক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মও কম বয়সীদের ওপর টিকা প্রদানের অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া