মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ৮২,৩৪১ শিশু

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ৮২,৩৪১ শিশু
মালয়েশিয়ার শিশুরা করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে ৮২ হাজার ৩৪১ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত ৮২ হাজার ৩৪১ জন শিশু করোনায় সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৮৫৮ জনের বয়স পাঁচ বছরের কম। এক থেকে পাঁচ বছর বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে ৩৩.২৭ শতাংশের বয়স ১৩ থেকে ১৮ বছর। এই বয়সের শিশুরা ঘরের বাইরে চলাফেরা করছে। ফলে তারা পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি ফেলছে। বিশেষত এসব শিশুরা কেকেএম প্রদত্ত পরামর্শ মেনে চলে না।

এ পরিস্থিতিতে করোনা থেকে রক্ষা পেতে অভিভাবকদের সচেতন হওয়া উচিত বলে মনে করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

দেশটির স্বাস্থ্য বিভাগ আশা করে, বাবা-মা শিশুদের করোনা সংক্রামণ পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে পারেন। করোনার ঝুঁকি এড়াতে ও বাচ্চাদের সুস্থ রাখতে বাবা-মায়ের পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. আধাম বাবা জানিয়েছেন, এমন পরিস্থিতি অভিভাবকরা যদি আইন মেনে না চললে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২১ বাংলাদেশি নাগরিককে সম্মাননা দিল ব্রুনাই হাইক‌মিশন
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন আটক
বাংলাদেশিদের ভিসা আবেদনে সময় বাড়ালো কানাডা
৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
ত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন নিহত দুই প্রবাসীর পরিবার
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশী গাড়িচালক
চীনে মহান বিজয় দিবস উদযাপন
বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিলো মালদ্বীপ
মালয়েশিয়ায় একদিনে ৩ হাজার পাসপোর্ট বিতরণ