গুরুত্ব পেয়েছে যে ১০ মন্ত্রণালয়

গুরুত্ব পেয়েছে যে ১০ মন্ত্রণালয়
সরকার আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ১ হাজার ৫১৫টি প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে এডিপির আওতায় প্রকল্পের সংখ্যা ১ হাজার ৪২৬টি। এ ছাড়াও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্পের সংখ্যা ৮৯টি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বছরের জন্য যে ১০টি মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সরকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। শীর্ষ এই ১০ মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে-

১. স্থানীয় সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা।

২ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এডিপিতে মোট বরাদ্দ ২৮ হাজার ৪২ কোটি টাকা।

৩. বিদ্যুৎ বিভাগ। মোট বরাদ্দ ২৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৩৪ কোটি টাকা।

৫. রেলপথ মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা।

৬. স্বাস্থ্য সেবা বিভাগ। বরাদ্দ পেয়েছে ১৩ হাজার কোটি টাকা।

৭. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বরাদ্দ ১১ হাজার ৯২০ কোটি টাকা।

৮. সেতু বিভাগ। বরাদ্দ ৯ হাজার ৮১৩ কোটি টাকা।

৯. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। এডিপিতে বরাদ্দ পেয়েছে ৮ হাজার ২২ কোটি টাকা।

১০. পানিসম্পদ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৮১৩ কোটি টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ