বৈশ্বিক উষ্ণায়ন: ৭০০ বর্গকিলোমিটার বরফ হারিয়েছে আইসল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন: ৭০০ বর্গকিলোমিটার বরফ হারিয়েছে আইসল্যান্ড
বৈশ্বিক উষ্ণায়নের ফলে গত ২০ বছরে (২০০০ থেকে ২০১৯) হিমবাহের দেশ আইসল্যান্ড বিপুল পরিমাণে বরফ হারিয়েছে। আইসল্যান্ডিক সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই সময়ে হিমবাহের প্রায় সাড়ে ৭০০ বর্গকিলোমিটার হারিয়েছে আইসল্যান্ড; যা স্থলভাগের প্রায় ৭ শতাংশ।

প্রকাশিত ওই গবেষণায় দাবি করা হয়, আইসল্যান্ড স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। ফলে হিমবাহ ক্ষয়ের ফলে ২০১৯ সালে দেশের আয়তন কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিলোমিটার।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ গলে যাওয়া শুরু করে। তবে ২০০০ সালের পর থেকে এই হার দ্রুত বেড়েছে।

হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে, ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

গত এপ্রিলে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, বিশ্বের কমপক্ষে ২ লাখ ২০ হাজারটি হিমবাহের প্রায় সবকটি খুব দ্রুত হারে গলছে। ফলে সমুদ্রপৃষ্ঠের জল বাড়ছে। এতে উপকূলবর্তী নিম্নাঞ্চল এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া