চীনে বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত

চীনে বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত
প্রথমবারের মতো মানবদেহে এইচ১০এন৩ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে মঙ্গলবার (০১ জুন) এ রোগ শনাক্ত হয়। রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গত ২৮ এপ্রিল বার্ড ফ্লুর ধরনটিতে আক্রান্ত ওই ব্যক্তি জ্বরসহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ঝেনজিয়াং শহরের বাসিন্দা। এর এক মাস পর ওই ব্যক্তির শরীরে ফ্লুর ধরন থাকার বিষয়টি নিশ্চিত হয়।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

তবে ওই লোক কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন তা জানা যায়নি। তার ঘনিষ্ঠ আর কেউ এ ভাইরাসে আক্রান্ত নন বলেও জানিয়েছে দেশটি।

প্রধানত পোল্ট্রি খাতে দেখা যাওয়া ভাইরাসের এই এইচ১০এন৩ ধরনটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। চীনে ইনফ্লুয়েঞ্জার অনেকগুলো ধরন রয়েছে। সেগুলো মাঝেমধ্যে মানুষকে আক্রান্ত করে। তবে এইচ১০এন৩ বার্ড ফ্লুতে দেশটিতে আর কেউ আক্রান্ত হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া