বার্লিনে বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ

বার্লিনে বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ
বোমাতঙ্কের খবরে জার্মানির বার্লিনে রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। যাত্রীবাহী বিমানটিতে ১৬০ জন আরোহী ছিল।

জার্মান পুলিশ জানিয়েছে, বিমানটি পোল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর পর জরুরি অবতরণ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জার্মান পত্রিকা বিল্ড জেউতুংয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রায়ানএয়ারের একটি ফ্লাইট ডাবলিন থেকে ক্র্যাকোর উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটিতে ১৬০ জন আরোহী ছিল।

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে বিমানটি বার্লিনের ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে পৌঁছায়। বার্লিন থেকে পুনরায় যাত্রা করার পর বিমানে বোমাতঙ্কের খবরে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জরুরি অবতরণের পর পরই উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, কর্মকর্তারা নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করেছে। সেখানে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া