নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২
নেত্রকোনায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩১ মে) দুপুরের দিকে কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল কোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আবুল হাসনাতের কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলু রহমান জানান, সোমবার দুপুরে হাওরের সেচ ঘরে কাজ করতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুর্গাপুরে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে সোমেশ্বরী নদীতে নৌকা দিয়ে বালু তুলছিলেন ইকবাল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা