দেশে করোনার টিকা নিচ্ছেন চীনা নাগরিকরা

দেশে করোনার টিকা নিচ্ছেন চীনা নাগরিকরা
ঢাকা মেডিকেলসহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চীনা নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল থেকে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। ঢাকা মেডিকেল থেকে টিকা নেবেন ৪৫৬ জন চীনা নাগরিক।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, চীন ৫ লাখ ডোজ কোভিড টিকা সিনোভ্যাক্স উপহার দেওয়ার সময়ই তাদের অনুরোধ ছিল, বাংলাদেশে যারা বিভিন্ন সেক্টরে চীনা নাগরিক কাজ করে তাদেরকেও যেনও এই টিকা প্রয়োগ করা হয়। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ তাদের টিকা প্রয়োগ করা শুরু হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে ৪৫৬ জনকে এই টিকা প্রয়োগের নির্দেশনা রয়েছে। এদের মধ্যে আজ প্রায় ২৫০ জনকে টিকা দেওয়া হবে, বাকিদের আগামীকাল দেওয়া হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ইতোপূর্বে চীনের সিনোভ্যাক্স টিকাটি আমাদের মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশে অবস্থানকারী চীনা নাগরিকরা এই টিকা গ্রহণে তাদের মনেও যদি কোনও ভয় কিংবা শঙ্কা থেকে থাকে তাহলে তাও দূর হয়ে যাবে। চীনা টিকার প্রতি সবার আস্থাও বেড়ে যাবে। এটি একটি ভালো দিক বলে মনে হচ্ছে আমাদের কাছে।

তিনি বলেন, তাদের ভাষাগত কিছু সমস্যা রয়েছে। তারা অনেকে ইংলিশ ভাষা বোঝে না, আমরাও চীনা ভাষা বুঝি না, এ জন্য তারাই দোভাষী লোক রেখেছেন। এ কারণে আমাদেরও তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে। আর তারা আমাদের এখানে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু