ভারতে ভবন ধসে নিহত ৭

ভারতে ভবন ধসে নিহত ৭
ভারতের মহারাষ্ট্রের থানেতে ভবনের স্ল্যাব ধসে ৭ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে আরও ৪ থেকে ৫ জন চাপা পড়ে আছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ফায়ার সার্ভিস।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা, শুক্রবার রাত সাড়ে ৯টা দিকে থানের উল্লাসনগরে নেহরু চকে অবস্থিত এক পাঁচতলা বাড়ির স্ল্যাব আচমকতাই ভেঙে নীচ তলায় এসে পড়ে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। এরপর সেখানে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৭ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। এখনও সেখানে ৪-৫ জন আটকে থাকার আশঙ্কা করা হলেও, তবে সঠিক সংখ্যাটা অজানা। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, গত ১৫ মে এই উল্লাসনগরেই মোহিনী প্যালেস নামে একটি বাড়ি ভেঙে পড়েছিল। ঘটনায় ১২ বছরের এক শিশু সহ ৫ জন নিহত হয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া