জাপান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

জাপান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
জাপানে আবারও করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় দেশটি ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এই ভ্রমণ সতর্কতা জারি করেছে বলে মঙ্গলবার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কর্মকর্তারা বলেছেন, মার্কিন ক্রীড়াবিদরা টোকিও অলিম্পিক গেমসে নিরাপদে অংশ নিতে সক্ষম হবেন বলে তারা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে বিশ্বের বেশিরভাগ দর্শনার্থীর জাপান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জাপানে এখনও কম হলেও গত কিছুদিন ধরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে দেশটির কিছু শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ১২ হাজার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) বলছে, দর্শনার্থীদের জাপানে সব ধরনের ভ্রমণ এড়ানো উচিত।
জাপানের বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া দর্শনার্থীরাও দেশটিতে করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের ১৫১টি দেশ ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সতর্কতা জারি রেখেছে। দেশটি সর্বোচ্চ চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে যেসব দেশে; তার বেশিরভাগই ইউরোপের— যেখানে করোনাভাইরাসের বিশেষ বিধি-নিষেধের মধ্যে অনেক খেলাধুলার আয়োজন চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া