তাড়াশে পুকুর পাড়ে কলা চাষ

তাড়াশে পুকুর পাড়ে কলা চাষ
তাড়াশে পুকুর পাড়ে কলা চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন কৃষকরা।

কৃষক আব্দুর রহিম বলেন, তিনি চার বিঘা জমি কেটে পুকুর দিয়েছেন। পুকুরের পাড়ে রোপণকৃত কলাগাছ থেকে সারা বছরই ফলন পাওয়া যায়। আরেক কৃষক ফারুক হোসেন বলেন, পুকুর পাড়ের প্রতি বিঘা থেকে প্রায় ৪০ হাজার টাকা লাভ হচ্ছে।

কৃষি বিভাগ সূত্র জানিয়েছেন, এ বছর ১২০ হেক্টর কলার চাষ হয়েছে। যার অধিকাংশই পুকুরের পাড়ে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, কলাচাষে তুলনামূলক লাভ বেশি। ফলে কৃষকরা দিনকে দিন এ বাড়তি আয়ের দিকে ঝুঁকে পড়ছেন। সূত্র: ইত্তেফাক

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা