করোনাভাইরাস প্রতিরোধে কারফিউ জারি করল সৌদি আরব

করোনাভাইরাস প্রতিরোধে কারফিউ জারি করল সৌদি আরব
করোনাভাইরাস প্রতিরোধে এবার কারফিউ জারি করল সৌদি আরব।

রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো সৌদি আরবে কারফিউ বলবৎ থাকবে।

সোমবার থেকে শুরু হয়ে আগামী ২১ দিন এ আদেশ কার্যকর হবে। চিকিৎসাসহ জরুরি সেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে।

মধ্যপ্রাচের দেশ সৌদি আরবে এ পর্যন্ত ৫১১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ করেছিল আগেই। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন বাড়তে থাকায় এখন কারফিউ জারির মত কঠোর পদক্ষেপ নেওয়া হল।

এদিকে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ট্রানজিট ফ্লাইটও আপাতত বন্ধ থাকবে।

দেশটির সব শপিং মলও ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে কেবল হোম ডেলিভারির দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওষুধ ও কাঁচাবাজার খোলা রাখা যাবে। এই নির্দেশনা কার্যকর হবে দুই সপ্তাহের জন্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া