স্কুল ছেড়ে জলবায়ু আন্দোলনে শিশুরা

স্কুল ছেড়ে জলবায়ু আন্দোলনে শিশুরা
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচতেনতামূলক র‌্যালিতে অংশ নিতে স্কুল ত্যাগ করেছে অস্ট্রেলিয়ান শিশুরা। সারাদেশে অনুষ্ঠিত হওয়া র‌্যালিগুলোতে অংশ নেয় ৫০ হাজারেরও বেশি শিশু শিক্ষার্থী। এসময় তারা ২০৩০ সালের মধ্যে অস্ট্রেলিয়াকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার দাবি জানায়। জলবায়ু সংকট মোকাবিলায় শিশুদের পক্ষ থেকে এটি সর্বশেষ তৃণমূল পর্যায়ের প্রচারণা।

বিশ্বে অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ অস্ট্রেলিয়া। কার্বন নির্গমনের বাৎসরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ না করায় আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে অস্ট্রেলিয়া।

সিডনির র‌্যালিতে অংশ নিয়ে ১৭ বছরের ডেভিড সোরিয়ানো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামীর পৃথিবী নিয়ে তিনি শতভাগ শঙ্কিত। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার সরকারকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে নজরে নিয়ে কার্বন নির্গমন কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

আন্দোলনকারীরা অস্ট্রেলিয়ায় নতুন করে কোনও কয়লা, তেল ও গ্যাস প্রকল্প চালু না করার আহ্বান জানান। এছাড়া, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভারতের বিতর্কিত আদানি কয়লা প্রকল্পটি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে স্থানীয় জনগণও আগে থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন।

জলবায়ু নীতি ও কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত মাসে বৈশ্বিক জলবায়ু শীর্ষক সম্মেলনে বড় দেশগুলো কার্বন নিঃস্বরণ কমানোর প্রতিশ্রুতি দিলেও মরিসন অস্ট্রেলিয়ার জন্য উচ্চ লক্ষ্যমাত্রা নিধারণ করেছেন। এ নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েন তিনি।

সূত্র : বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া