চুক্তিতে ২০ কিউই ক্রিকেটার

চুক্তিতে ২০ কিউই ক্রিকেটার
সামনেই বড় ম্যাচ। জুনে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের বিপক্ষে সেই ম্যাচ খেলার আগে সুখবর পেলেন কেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ঘোষণা করেছে তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম। যেখানে আছেন ২০ কিউই ক্রিকেটার।

সংগতভাবেই এই তালিকায় নেই বিজে ওয়াটলিং। দুদিন আগেই জানিয়েছেন, ইংল্যান্ড সফরের পরই অবসর নেবেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার এই কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান। দুর্দান্ত খেলার পুরষ্কার পেয়ে চুক্তিতে আছেন গ্লেন ফিলিপস ও ড্যারল মিচেল।

মিচেল গত মৌসুমে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন তিন সংস্করনেই। টেস্ট ও ওয়ানডে দুটোতেই পেয়েছেন শতরান। ফিলিপস গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরান করেন মাত্র ৪৬ বলে। এটিই দেশটির টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম শতক।

২০২১-২২ মৌসুমে চুক্তিতে আছেন যে কিউই ক্রিকেটাররা-

কেন উইলিয়ামসন, টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি'গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারল মিচেল, হেনরি নিকোলস, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার ও উইল ইয়ং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে