চট্টগ্রাম চেম্বারের দায়িত্বে মাহবুব, রুহুল আমিন ও তানভির

চট্টগ্রাম চেম্বারের দায়িত্বে মাহবুব, রুহুল আমিন ও তানভির
পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। এছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সদ্যবিদায়ী সহসভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার মো. রুহুল আমিন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সদ্যবিদায়ী পরিচালক ও প্যাসিফিক জিন্সের এমডি সৈয়দ মোহাম্মদ তানভির।

এর আগে নির্বাচিত পরিচালকরা গতকাল তাদের মধ্য থেকে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করেন। এ কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন এএস শিপিং লাইনসের স্বত্বাধিকারী মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কনটেইনার্স লিমিটেডের পরিচালক বেনাজির চৌধুরী নিশান, ম্যাফ সুজ লিমিটেডের এমডি হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএলের এমডি ইফতেখার হোসেন, কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেডের পরিচালক মো. শাহরিয়ার জাহান, পাওয়ার বাংলা করপোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, গোগ্রীন পেপার কাপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পার্টনার এসএম তাসিন জোনায়েদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের এমডি সালমান হাবীব, বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেডের ডিএমডি শাহজাদা ফৌজুল আলেফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিমিটেডের এমডি সাজির আহমেদ, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী একেএম আকতার হোসেন, জেএন শিপিং লাইনসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী, নাহার পোলট্রির স্বত্বাধিকারী মো. রকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিমিটেডের এমডি সাকিফ আহমেদ সালাম প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি