Connect with us

আন্তর্জাতিক

সাইবার অপরাধীদের ৫০ লাখ ডলার মুক্তিপণ দিল যুক্তরাষ্ট্র

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

এগ্রো অর্গানিকা

সাইবার-অপরাধীদের নেটওয়ার্ক ডার্কসাইটকে ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটি জ্বালানি পাইপলাইন।

সাইবার হামলার পর এই অর্থ শোধ না করলে তাদের কাছ থেকে চুরি করে নেওয়া সব তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল অপরাধীরা।

গত সপ্তাহে র‌্যানসামওয়্যার সাইবার হামলার শিকার হয়েছিল কলোনিয়াল পাইপলাইন। তবে বৃহস্পতিবার (১৩ মে) এ নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চায়নি তারা।

সূত্রের বরাত দিয়ে সিএনএন, নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, মুক্তিপণ শোধ করা হয়েছে।

হামলার পর বুধবার কার্যক্রম পুরোদমে শুরু করার কথা জানিয়েছে কলোনিয়াল। কিন্তু সরবরাহ চেইনে স্বাভাবিকতা আনতে তাদের বেশ কয়েকদিন লেগে যাবে বলে সতর্ক করে দিয়েছিল।

সাড়ে পাঁচ হাজার মাইল দীর্ঘ এই পাইপ লাইন দিয়ে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়।

হামলার কারণে ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েল সরবরাহে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জ্বালানির মূল্যও বেড়ে গেছে। সোমবার সরবরাহ সহজ করতে বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আমেরিকা জানিয়েছে, জ্বালানির মূল্য বেড়ে প্রতি গ্যালনের মূল্য তিন ডলারের বেশি ছুঁয়েছে। ২০১৪ সালের অক্টোবর থেকে যা সর্বোচ্চ।

এর আগে ৪ মে একই সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে তোশিবা টেক ফ্রান্স ইমেজিং সিস্টেম।

সাইবার নিরাপত্তা ফার্মগুলো বলছে, কোনো সংগঠনের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে গুরুত্বপূর্ণ উপাত্ত চুরি করে নিয়ে যায় ডার্কসাইট।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমার আশঙ্কা

Published

on

এগ্রো অর্গানিকা

চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ। আগামী বছর তা কমে আসবে। প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৬ শতাংশ। এদিকে অর্থনীতিবিদদের বেশির ভাগই মনে করছেন, প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে এলেও আগামী বছর মন্দা এড়াতে পারবে বিশ্ব অর্থনীতি। যদিও যুক্তরাজ্যসহ ইউরোপের কোথাও কোথাও দেখা দিতে পারে ‘মৃদু মন্দা’।

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এমনটি উঠে এসেছে। গত শুক্রবার জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মনে করছে, সুদের হার বেড়ে যাওয়া, জ্বালানির উচ্চমূল্য ও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশে অর্থনীতির শ্লথগতির প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতির ধীরগতি মোকাবিলার চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সংকোচনমূলক মুদ্রানীতিকে ঘিরে অনিশ্চয়তাও রয়েছে। অন্যদিকে চীনের প্রবৃদ্ধির গতি দুর্বল হচ্ছে। সেখানকার কোম্পানিগুলো উৎপাদনের জন্য সাশ্রয়ী খরচের বিকল্প জায়গা খুজছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) হিসাবে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। এদিকে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি ২০২৪ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। এদের মধ্যে গোল্ডম্যান স্যাকস বলেছে, আগামী বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৬ শতাংশ। ইউবিএস, বার্কলেস ও ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চও তা-ই মনে করছে।

তবে মর্গান স্ট্যানলির মতে, আগামী বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি এর চেয়ে কিছুটা বেশি হবে। তাদের পূর্বাভাস হচ্ছে, প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ২ দশমিক ৮ শতাংশ। অবশ্য প্রতিষ্ঠানটির মতে, ২০২৪ সালে যুক্তরাজ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পারে। আগামী বছরের জন্য বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জেপি মর্গ্যান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংকটির হিসাবে, প্রবৃদ্ধি নেমে আসতে পারে ২ দশমিক ২ শতাংশে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যায়, আগামী বছর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১ দশমিক ৪ থেকে ২ শতাংশের মধ্যে থাকবে। চীনে প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ২ থেকে ৪ দশমিক ৯ শতাংশের মধ্যে। আর ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি ১ শতাংশের নিচেই থাকবে। এ ছাড়া এশিয়ার দেশ ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের আশপাশে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইইউ’র আমদানির সাথে কমেছে রফতানি

Published

on

ইইউ’র আমদানির সাথে কমেছে রফতানি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি ও রফতানি নিম্নমুখী হয়েছে। ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য বাণিজ্য হ্রাস সম্পর্কিত উদ্বেগ তুলে ধরেছে। রফতানি টানা তিন প্রান্তিকে কমেছে, যখন আমদানি গত চার প্রান্তিক ধরে কমছে। খবর ইউরো নিউজ।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ইইউ রফতানি ও আমদানি যথাক্রমে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ দশমিক ২ ও ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইইউ ১ হাজার ৮০০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে, যা ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের ৬৯০ কোটি ইউরো উদ্বৃত্তের চেয়ে বেশি।

আমদানি উৎপাদিত পণ্যে কমেছে ৬৬০ কোটি ইউরো, যন্ত্রপাতি ও যানবাহনে কমেছে ৬২০ কোটি ইউরো, বিদ্যুতে কমেছে ৪৭০ কোটি ইউরো।

রফতানি কমেছে যন্ত্রপাতি ও যানবাহনে ৬৯০ কোটি ইউরো, উৎপাদিত পণ্যে কমেছে ২৭০ কোটি ইউরো, বিদ্যুৎ ও রাসায়নিক রফতানিতে যথাক্রমে ৩৪০ কোটি ও ৩২০ কোটি ইউরো বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে খাদ্য ও পানীয়ের জন্য ১ হাজার ৫৬০ কোটি ইউরো, রাসায়নিকের জন্য ৫ হাজার ৪০ কোটি ইউরো এবং যন্ত্রপাতি ও যানবাহনের জন্য ৪ হাজার ৯৬০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত ছিল। বাণিজ্য উদ্বৃত্তগুলো ব্যয়বহুল আমদানি ব্যয় যেমন আমদানীকৃত বিদ্যুতের জন্য ৯ হাজার ৪০০ কোটি ইউরোর ঘাটতি এবং আমদানীকৃত কাঁচামালের জন্য ৬০০ কোটি ইউরোর ঘাটতি মোকাবেলায় কাজ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে জ্বালানি ঘাটতি রেকর্ড ১৯ হাজার ৩৮০ কোটি ইউরো থেকে ক্রমাগত কমেছে। জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় এটা প্রাথমিকভাবে হ্রাস পাচ্ছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ক্রমবর্ধমান দামের ফলে অন্যান্য উদ্বৃত্তকে ছাড়িয়ে ব্যাপক জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এটি এ খাতের অস্থিরতা ও সামগ্রিক ইইউ বাণিজ্যের ওপর প্রভাব দেখিয়ে থাকে।

তবে ইতিবাচক বিষয় হচ্ছে ইউরোজোনের উৎপাদন পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) অনুযায়ী নভেম্বরে ৪৩ দশমিক ৪-এ পৌঁছেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও উৎপাদন এখনো টানা অষ্টম মাস ধরে কমছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

চীনে গ্যাস সরবরাহে রাশিয়ার গ্যাজপ্রমের রেকর্ড

Published

on

এগ্রো অর্গানিকা

রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাজপ্রম চীনে গ্যাস সরবরাহের নতুন রেকর্ড স্থাপন করেছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, গত ২৩ নভেম্বর চীনে ইতিহাসের সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়।

২০১৯ সালে গ্যাজপ্রম নিয়ন্ত্রিত পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয় চীন। ২৩ নভেম্বর এ পাইপলাইন দিয়ে সরবরাহকৃত গ্যাস চীনাদের চাহিদার ঊর্ধ্বে ছিল। গ্যাজপ্রম দৈনিক অনুরোধকৃত সমস্ত পরিমাণ সরবরাহ করেছে। এতে চীনে দৈনিক গ্যাস সরবরাহের একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়।

গ্যাজপ্রম এবং সিএনপিসির মধ্যে দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় এ জ্বালানি বিতরণ করা হচ্ছে। কী পরিমাণ হাইড্রোকার্বন সরবরাহ করা হবে তা নিশ্চিত করে বলেনি গ্যাজপ্রম।

রাশিয়া ২০২২ সালের শেষ নাগাদ ১৫.৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস চীনে সরবরাহ করেছে। দ্য পাওয়ার অফ সাইবেরিয়া নামের পাইপলাইন দিয়ে এ গ্যাস সরবরাহ করা হয়। ধারণা করা হচ্ছে চলতি বছরে ২২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা হবে। ২০১৫-২০১৯ সালে এ পাইপলাইন বানানো হয়। রাশিয়ার ইয়াকুটা অঞ্চল থেকে চীনে গ্যাস সরবরাহ করার জন্য এটি ব্যবহার করা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বার্ড ফ্লুতে আক্রান্ত ৪০ হাজার মুরগি নিধন

Published

on

এগ্রো অর্গানিকা

চলতি মৌসুমে প্রথমবারের মতো প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে জাপানে। দেশটির দক্ষিণ অঞ্চলের একটি খামারে এই ভাইরাস শনাক্ত হয়েছে। খবর রয়টার্স।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় সাগা এলাকার একটি পোল্ট্রি ফার্মের প্রায় ৪০ হাজার মুরগি নিধন করছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে জাপানের কৃষি মন্ত্রণালয় ভাইরাস শনাক্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনএইচকে।

এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে অনুসারে, গতকাল শুক্রবার ওই খামারে কিছু মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ওসব প্রাণীগুলোর জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস শনাক্ত হয়।

গত কয়েক বছরে বিশ্বজুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ায় লাখ লাখ পাখি মারা যায়। জাপানের কৃষি মন্ত্রণালয় জানায়, গতবছর দেশটিতে এই ভাইরাসের আক্রমণে নানা প্রজাতির পাখিসহ এক কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি মারা গেছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

নতুন ডিজিটাল মুদ্রা আনছে দক্ষিণ কোরিয়া

Published

on

এগ্রো অর্গানিকা

নাগরিকদের ব্যবহারের জন্য নতুন ডিজিটাল কারেন্সি বা মুদ্রা আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে ২০২৪ সালের শেষ দিকে একটি ডিজিটাল কারেন্সি পাইলট প্রকল্প শুরু করবে দেশটি। এই প্রকল্পে অংশগ্রহণের জন্য ও সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ব্যবহার করার জন্য প্রায় এক লাখ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই প্রোগ্রাম সম্পর্কে এক প্রতিবেদনে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলেছে, বাস্তব জীবনে সিবিডিসির কার্যকারিতা ও অর্থনীতির ওপর এর প্রভাব সম্পর্কে তথ্য জানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাংক অব কোরিয়ার নেতৃত্বে পাইলট প্রোগ্রামটি পরিচালিত হবে। এই প্রোগ্রামে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য একটি ডিপোজিট বা সঞ্চয় টোকেন দেওয়া হবে। কোরিয়ার মুদ্রার (ওন) ডিজিটাল ভার্সন এই টোকেন। অংশগ্রহণকারীরা এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে পণ্য ও সেবা কিনতে পারবেন। ফলে সিবিডিসি ব্যবহারের ক্ষেত্রে অংশগ্রহণকারীর মনোভাব ও গ্রহণযোগ্যতা বোঝা যাবে। কয়েকটি বাণিজ্যিক ব্যাংকও এই পাইলট কর্মসূচিতে অংশ নেবে। পাইলট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ব্যাংকগুলো ২০২৪ সালে সেপ্টেম্বরে কিছু নাগরিকদের বেছে নেবে। প্রকল্পটি তিন মাস পর্যন্ত চলবে।

আর্থিক ব্যবস্থার ওপর সিবিডিসির প্রভাব ও কার্যকারিতা মূল্যায়ন এবং লেনদেনের বাইরেও এর অন্য সম্ভাবনাগুলো খুঁজে বের করা এই পাইলট প্রোগ্রামের উদ্দেশ্য। পাইলট প্রোগ্রামের ফলাফলের ওপর ভিত্তি করে সিবিডিসির ভবিষ্যৎ নিয়ে ব্যাংকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930