সাইবার অপরাধীদের ৫০ লাখ ডলার মুক্তিপণ দিল যুক্তরাষ্ট্র

সাইবার অপরাধীদের ৫০ লাখ ডলার মুক্তিপণ দিল যুক্তরাষ্ট্র
সাইবার-অপরাধীদের নেটওয়ার্ক ডার্কসাইটকে ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটি জ্বালানি পাইপলাইন।

সাইবার হামলার পর এই অর্থ শোধ না করলে তাদের কাছ থেকে চুরি করে নেওয়া সব তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল অপরাধীরা।

গত সপ্তাহে র‌্যানসামওয়্যার সাইবার হামলার শিকার হয়েছিল কলোনিয়াল পাইপলাইন। তবে বৃহস্পতিবার (১৩ মে) এ নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চায়নি তারা।

সূত্রের বরাত দিয়ে সিএনএন, নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, মুক্তিপণ শোধ করা হয়েছে।

হামলার পর বুধবার কার্যক্রম পুরোদমে শুরু করার কথা জানিয়েছে কলোনিয়াল। কিন্তু সরবরাহ চেইনে স্বাভাবিকতা আনতে তাদের বেশ কয়েকদিন লেগে যাবে বলে সতর্ক করে দিয়েছিল।

সাড়ে পাঁচ হাজার মাইল দীর্ঘ এই পাইপ লাইন দিয়ে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়।

হামলার কারণে ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েল সরবরাহে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জ্বালানির মূল্যও বেড়ে গেছে। সোমবার সরবরাহ সহজ করতে বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আমেরিকা জানিয়েছে, জ্বালানির মূল্য বেড়ে প্রতি গ্যালনের মূল্য তিন ডলারের বেশি ছুঁয়েছে। ২০১৪ সালের অক্টোবর থেকে যা সর্বোচ্চ।

এর আগে ৪ মে একই সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে তোশিবা টেক ফ্রান্স ইমেজিং সিস্টেম।

সাইবার নিরাপত্তা ফার্মগুলো বলছে, কোনো সংগঠনের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে গুরুত্বপূর্ণ উপাত্ত চুরি করে নিয়ে যায় ডার্কসাইট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া