বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পৌনে ৩ কোটি টাকা টোল আদায়
বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এসময় সেতুর পশ্চিম ও পূর্ব পাড় টোলপ্লাজা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা বিগত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলক অনেক বেশি।

মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে।

এর আগে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয়েছিল দুই কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনই সেতুতে টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক কম ছিল বাস পারাপার। আজও সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু দিয়ে পার হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ