বুয়েটে ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ

বুয়েটে ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১২ মে) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের যাদের নামের তালিকায় রিমার্ক হিসেবে মেজর অবজেকশন; ডকুমেন্টস্ রিকোয়ার্ড উল্লেখ আছে, তাদের নিম্নোক্ত ডকুমেন্ট ২২ মে’র মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি নম্বরপত্রের কপি/২০১৭ সালের, এসএসসি সনদের কপি/২০১৭ সালের, এইচএসসি নম্বরপত্রের কপি/২০১৯ সালের, এইচএসসি নম্বরপত্রের মানউন্নয়নের কপি/২০২০ সালের।

অবদানকারীদের মোবাইলে বা ই-মেইলে এসব ডকুমেন্ট জমা দেওয়ার লিংক পাঠানো হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে এসব ডকুমেন্ট জমা করা না হলে আবেদনকারীর প্রাক-নির্বাচনী পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করা হবে না।

উল্লেখ্য, দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বুয়েটের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। এছাড়া চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ১০ জুলাই হবে।

বুয়েটের ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয় গত ১৫ এপ্রিল আর আবেদনের সময় শেষ হয় ৩ মে বিকাল ৩টায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি