কোয়ারেন্টাইন লাগবে না রোমান সানাদের

কোয়ারেন্টাইন লাগবে না রোমান সানাদের
আন্তর্জাতিক অনেক খেলাধুলা স্থগিত, বাতিল হয়ে যাচ্ছে কোয়ারেন্টাইন ইস্যুতে। বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরচ্যারদের কোয়ারেন্টাইন ঝামেলা পোহাতে হচ্ছে না। ১৬ মে সুইজারল্যান্ডে যাচ্ছেন রোমান সানারা। সামনের মাসে আবার যাবেন ফ্রান্সের প্যারিসে। দুই জায়গার কোথাও কোয়ারেন্টাইন করতে হবে না আরচ্যারদের।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘সুইজারল্যান্ড ও প্যারিসে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে না বাংলাদেশ দলের। আমাদের খেলোয়াড়রা টঙ্গীতে কোয়ারেন্টাইনের মধ্যেই রয়েছে। সুইজারল্যান্ডে ও প্যারিসে গিয়ে তাদের কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। ওখানে গিয়ে একবার করোনা পরীক্ষা আবার তিন দিন পর আরকেবার পরীক্ষা হবে। ফেরার সময় হবে আরেক দফা।’

কোয়ারেন্টাইন না করলেও নেগেটিভ রিপোর্ট থাকা সত্ত্বেও ফ্রি মুভমেন্ট করতে পারবেন না আরচ্যাররা, ‘বিমানবন্দর, আরচ্যারি গ্রাউন্ড, হোটেল, এর বাইরে কোথাও বাড়তি ঘোরাঘুরির সুযোগ নেই।’ বলেন সাধারণ সম্পাদক।

ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম আরচ্যারদের ভ্যাকসিনের আওতায় আনার কথা বলেন, ‘আমাদের খেলোয়াড়দের ভ্যাকসিন দেয়া প্রয়োজন। এই দফায় হয়নি। পুনরায় যখন আবার ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। তখন আমরা আরচ্যারদের ভ্যাকসিন দেব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে