Connect with us

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

ন্যাশনাল

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৭ মে) দেশটির তেলসমৃদ্ধ রিভারস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর এক বিবৃতিতে নাইজেরিয়ান পুলিশ জানিয়েছে, একটি চেকপয়েন্টে প্রথমে গুলি চালায় হামলাকারীরা। এরপর তারা দুটি পুলিশ স্টেশনে হামলা চালায়। পুলিশ বলছে, এর জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে হামলাকারীদের দু’জন নিহত হন, কয়েকজন আহত হন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হন।

এ রাজ্য ও অন্যান্য কিছু অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। যে রাজ্যে এ ঘটনা ঘটল, সে রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্ট হলো তেলসমৃদ্ধ ডেল্টা অঞ্চলে ঢোকার প্রবেশপথ।

পুলিশ, সৈনিক, কাস্টমস এবং সিভিল ডিফেন্স অফিসারদের হত্যাকাণ্ড ঠেকাতে গতমাসে রিভারস রাজ্যে রাতে সামীনা বন্ধের ঘোষণা দেয় পুলিশ।

নাইজেরীয় পুলিশের মুখপাত্র এননামদি অমোনি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দুটি গাড়িতে অস্ত্রধারীরা এসে চোবা ব্রিজ চেকপয়েন্টে গুলি করে দু’জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন। এরপর রুমুজি পুলিশ স্টেশনে আরও দু’জন পুলিশ কর্মকর্তকে হত্যা করে একটি টহল গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীদের দুজন নিহত হন।

কিন্তু তারপরও ওই বন্দুকধারীরা আরও একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে তিনজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

হামলাকারীরা পাঁচটি অ্যাসল্ট রাইফেল লুট করে নিয়ে যায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নাইজেরিয়ার সংসদেও গেল সপ্তাহে এই ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংসদের নিম্নকক্ষ থেকে প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির প্রতি আহ্বান জানানো হয়েছে জরুরি অবস্থা জারির জন্য।

ডিসেম্বর থেকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতরা স্কুল থেকে ৭০০-এর বেশি মানুষকে অপহরণ করেছে, উগ্রপন্থি ইসলামি জঙ্গিদের হামলায় সেনাসদস্যসহ প্রাণ গেছে বহুজনের।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক

বার্ড ফ্লুতে আক্রান্ত ৪০ হাজার মুরগি নিধন

Published

on

ন্যাশনাল

চলতি মৌসুমে প্রথমবারের মতো প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে জাপানে। দেশটির দক্ষিণ অঞ্চলের একটি খামারে এই ভাইরাস শনাক্ত হয়েছে। খবর রয়টার্স।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় সাগা এলাকার একটি পোল্ট্রি ফার্মের প্রায় ৪০ হাজার মুরগি নিধন করছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে জাপানের কৃষি মন্ত্রণালয় ভাইরাস শনাক্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনএইচকে।

এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে অনুসারে, গতকাল শুক্রবার ওই খামারে কিছু মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ওসব প্রাণীগুলোর জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস শনাক্ত হয়।

গত কয়েক বছরে বিশ্বজুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ায় লাখ লাখ পাখি মারা যায়। জাপানের কৃষি মন্ত্রণালয় জানায়, গতবছর দেশটিতে এই ভাইরাসের আক্রমণে নানা প্রজাতির পাখিসহ এক কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি মারা গেছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

নতুন ডিজিটাল মুদ্রা আনছে দক্ষিণ কোরিয়া

Published

on

ন্যাশনাল

নাগরিকদের ব্যবহারের জন্য নতুন ডিজিটাল কারেন্সি বা মুদ্রা আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে ২০২৪ সালের শেষ দিকে একটি ডিজিটাল কারেন্সি পাইলট প্রকল্প শুরু করবে দেশটি। এই প্রকল্পে অংশগ্রহণের জন্য ও সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ব্যবহার করার জন্য প্রায় এক লাখ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই প্রোগ্রাম সম্পর্কে এক প্রতিবেদনে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলেছে, বাস্তব জীবনে সিবিডিসির কার্যকারিতা ও অর্থনীতির ওপর এর প্রভাব সম্পর্কে তথ্য জানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাংক অব কোরিয়ার নেতৃত্বে পাইলট প্রোগ্রামটি পরিচালিত হবে। এই প্রোগ্রামে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য একটি ডিপোজিট বা সঞ্চয় টোকেন দেওয়া হবে। কোরিয়ার মুদ্রার (ওন) ডিজিটাল ভার্সন এই টোকেন। অংশগ্রহণকারীরা এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে পণ্য ও সেবা কিনতে পারবেন। ফলে সিবিডিসি ব্যবহারের ক্ষেত্রে অংশগ্রহণকারীর মনোভাব ও গ্রহণযোগ্যতা বোঝা যাবে। কয়েকটি বাণিজ্যিক ব্যাংকও এই পাইলট কর্মসূচিতে অংশ নেবে। পাইলট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ব্যাংকগুলো ২০২৪ সালে সেপ্টেম্বরে কিছু নাগরিকদের বেছে নেবে। প্রকল্পটি তিন মাস পর্যন্ত চলবে।

আর্থিক ব্যবস্থার ওপর সিবিডিসির প্রভাব ও কার্যকারিতা মূল্যায়ন এবং লেনদেনের বাইরেও এর অন্য সম্ভাবনাগুলো খুঁজে বের করা এই পাইলট প্রোগ্রামের উদ্দেশ্য। পাইলট প্রোগ্রামের ফলাফলের ওপর ভিত্তি করে সিবিডিসির ভবিষ্যৎ নিয়ে ব্যাংকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে এককভাবে স্বীকৃতি দেবে স্পেন

Published

on

ন্যাশনাল

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি স্বীকৃতি না দেয়, তবে এককভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্পেন।

শুক্রবার গাজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ে মিশরের দিকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী।

সানচেজ মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, আদর্শভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তত কয়েকটি সদস্য রাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। যদি সেটি না হয় তা হলে স্পেন একাই তার সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানচেজ। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচনে জিতলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে ইসরাইল, ফিলিস্তিন ও মিশর সফর করেন সানচেজ। সফরের সময় উভয় নেতাই গাজার বেসামরিক জনগণের সুরক্ষা এবং ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার আহ্বান জানান।

তবে স্পেন ও বেলজিয়ামের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, আমরা স্পেন এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রীদের মিথ্যা দাবির নিন্দা জানাই, যারা সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন। তার দাবি, ইসরাইল আন্তর্জাতিক আইন মানছে।

এদিকে শুক্রবার থেকে হামাস ও ইসরাইলের সম্মতিতে শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে হামাস ২৫ বন্দিকে মুক্তি দিয়েছে। আর ইসরাইল মুক্তি দিয়েছে ৩৯ ফিলিস্তিনিকে। এ ছাড়া গাজায় শুক্রবার ত্রাণবাহী ২০০ ট্রাক প্রবেশ করেছে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরাইল। তবে সম্প্রতি সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এ ছাড়া হামাস ইসরাইল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জ্বালানি তেলের রপ্তানি বাড়াতে চায় আরব আমিরাত

Published

on

ন্যাশনাল

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৪ সালের শুরু থেকেই আবুধাবিভিত্তিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ মারবানের রপ্তানি বাড়াবে। উত্তোলন কমিয়ে যাওয়া নিয়ে ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্য চলছে। পাশাপাশি এ সময় ইউএইর পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণ কার্যক্রমও শুরু হবে। তাই রপ্তানি বাড়াতে আগ্রহী দেশটি। এমন তথ্য জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর রয়টার্স।

আগামী বছর ওপেক সদস্য নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো নন-ওপেক দেশগুলো পূর্ণমাত্রায় উত্তোলন চালিয়ে যাবে। তাদের পাশাপাশি ইউএই উত্তোলন বাড়ালে বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে।

এর মধ্যে ফিউচার মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামের ওপর নিম্নমুখী প্রভাব পড়েছে। একই কারণে স্পট মার্কেটে মারবানের বাজার দরও চাপের মুখে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়িক সূত্র বলছে, ‘আগামী বছর বাজারে মারবান ক্রুডের বড় ধরনের সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা করছে।’

তবে এ বিষয়ে যোগাযোগ করেও আবুধাবি ন্যাশনাল তেল কোম্পানির (এডিএনওসি) থেকে কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স।

ওপেক প্লাস জোটের সঙ্গে করা চুক্তি অনুসারে ইউএইর আগামী জানুয়ারিতে দৈনিক দুই লাখ ব্যারেল থেকে ৩২ লাখ ১৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করার কথা রয়েছে। একই সময়ে আবুধাবির দৈনিক ৮ লাখ ৩৭ হাজার ব্যারেল সক্ষমতার রুওয়াইস পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এ সময় দেশটির অভ্যন্তরীণ চাহিদা কমে আসবে।

আগামী ৩০ নভেম্বর ওপেক প্লাস জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অ্যাঙ্গোলা ও নাইজেরিয়া উত্তোলন বাড়ানোর জন্য চাপ দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স।

বর্তমানে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে। তবে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) প্রত্যাশা করছে, ২০২৪ সালে জ্বালানি তেলের বাজারে কিছুটা উদ্বৃত্ত আসবে। এমনকি ওপেক প্লাস জোট উত্তোলন কমানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত বহাল রাখলেও বছর শেষে বাজার ঘাটতিতে পড়বে না।

স্পট মার্কেটে বৃহস্পতিবার জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে মারবানের দাম ছয় মাসের সর্বনিম্নে নেমেছে। রয়টার্সের তথ্য বলছে, দুবাই ও ওমানের অপরিশোধিত জ্বালানি তেলের তুলনায় মারবানের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্টে কমেছে। সাধারণত এ দুটি বাজার আদর্শের দাম মারবানের চেয়ে কম থাকে।

ব্যবসায়ীরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও আটলান্টিক অববাহিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় মারবান আরো বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। কারণ চলতি সপ্তাহে আইসিই বাজার আদর্শ ব্রেন্টের দাম দুবাইয়ের কাছাকাছি স্তরে নেমে এসেছে। অক্টোবরের দামের চেয়েও বর্তমানে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৩ সেন্টে কমে এসেছে।

এসএন্ডপি গ্লোবাল প্লাটসের অনুমোদিত পাঁচটি গ্রেডের মধ্যে এখন মারবানের দামই সবচেয়ে কম। চলতি মাসে এসএন্ডপি গ্লোবাল প্লাটসের প্লাটফর্মে সাতটি মারবান কার্গো সরবরাহ করা হয়েছে। ব্যবসায়ীরা এটিকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

৮৬ কোটি ডলার দান করলেন বাফেট

Published

on

ন্যাশনাল

পারিবারিক দাতব্য সংস্থাগুলোয় ৮৬ কোটি ৬ লাখ ডলার দান করেছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। সম্প্রতি বার্কশায়ার হ্যাথাওয়ের স্টক থেকে পারিবারিক চারটি সংস্থায় এ অর্থ দান করেন তিনি। দান করার ঘোষণা দিয়ে ওয়ারেন বাফেট বলেন, ‘‌আমি ভালো অনুভব করছি।’ খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

একটি বিবৃতিতে সংস্থাটি জানায়, সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশনকে বার্কশায়ারের ১৫ লাখ বি শ্রেণীর শেয়ার দান করেছেন ওয়ারেন বাফেট। এটি তার প্রয়াত প্রথম স্ত্রীর নামে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে।

সংস্থাটি আরো ৯ লাখ বি শ্রেণীর শেয়ার হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশনকে সমানভাবে দান করছে। দাতব্য এ সংস্থাগুলো পরিচালনা করেন ওয়ারেন বাফেটের তিন সন্তান হাওয়ার্ড বাফেট, সুসান বাফেট ও পিটার বাফেট।

ওয়ারেন বাফেট তার শেয়ারহোল্ডারদের কাছে সম্প্রতি এক বিরল বার্তা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সম্পদের ৯৯ শতাংশের বেশি দাতব্য প্রতিষ্ঠানে যাবে। এক্ষেত্রে তার সন্তানরা ইচ্ছার বাস্তবায়নকারী হিসেবে কাজ করবে।

এর আগে তিনি বলেছিলেন, বার্কশায়ার স্থায়ী করার জন্য প্রতিষ্ঠা করা এবং এটি ভালো হাতে থাকবে। যদিও বছরের পর বছর ধরে বাফেট তার নন-বার্কশায়ার দায়িত্বগুলো কমিয়েছেন। ২০১২ সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ার পরও তিনি প্রকাশ্যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেননি।

জাঙ্ক ফুড ও চিনিযুক্ত পানীয়ের প্রতি ব্যাপক দুর্বলতা থাকা সত্ত্বেও সুস্থ থাকার সাফল্যের কথা উল্লেখ করেন ওয়ারেন বাফেট।

তিনি বলেন, ‘‌আমি মনে করি, দীর্ঘ আয়ুর পরিপ্রেক্ষিতে সুখ একেক সময় একেক রকম। আমি যখন সুস্বাদু আইসক্রিম খাই বা কোক পান করি তখন আমি বেশ খুশি হই।’

৬১ বছর বয়সী গ্রেগ অ্যাবেল বর্তমানে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান পদে আছেন। তিনি ওয়ারেন বাফেটের উত্তরসূরি হিসেবে বার্কশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে যাচ্ছেন। একই সময় নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন হাওয়ার্ড বাফেট। বাফেট লিখেছেন, উত্তরাধিকারী হওয়ার জন্য আমাদের সঠিক সিইও এবং উপযুক্ত পরিচালনা পর্ষদ রয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, ওয়ারেন বাফেট বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৫০ কোটি ডলার। ২০০৬ সাল থেকে তিনি তার সম্পদের অর্ধেকেরও বেশি স্টক পারিবারিক দাতব্য সংস্থা এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দান করেছেন। তার অনুদানের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ২০০ কোটি ডলার। যার মধ্যে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার দিয়েছেন গেটস ফাউন্ডেশনে। বাফেটের পারিবারিক দাতব্য সংস্থাগুলোর মধ্যে হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ক্ষুধা দূর, সংঘাত প্রশমিত, মানব পাচার প্রতিরোধ ও জননিরাপত্তার উন্নতিতে কাজ করে। শেরউড ফাউন্ডেশন নেব্রাস্কায় অলাভজনক সংস্থাগুলোকে সহায়তা এবং নোভো ফাউন্ডেশন তরুণী ও নারী স্বাস্থ্য নিয়ে কাজ করে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
ন্যাশনাল
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 min ago

এইচএসসিতে অর্ধেকে নেমেছে জিপিএ-৫

ন্যাশনাল
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 mins ago

ইবিতে পরীক্ষার দাবিতে বিভাগে তালা

ন্যাশনাল
জাতীয়45 mins ago

ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

ন্যাশনাল
ক্যাম্পাস টু ক্যারিয়ার47 mins ago

এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

সূচক
পুঁজিবাজার2 hours ago

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২০০ কোটি টাকা

ন্যাশনাল
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

ন্যাশনাল
পুঁজিবাজার2 hours ago

ন্যাশনাল হাউজিংয়ের নাম সংশোধনে সম্মতি

ন্যাশনাল
পুঁজিবাজার2 hours ago

৫৮ কোটি টাকার শেয়ার বিক্রি করবে সান লাইফের ৮ উদ্যোক্তা

জিএসপি সুবিধা পেলে যুক্তরাষ্ট্র থেকে বাড়বে রপ্তানি আয়
জাতীয়3 hours ago

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে আজ

ন্যাশনাল
পুঁজিবাজার3 hours ago

দুই কোম্পানির ক্যাটাগরি অবনতি

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930